বিরানী খেতে রেস্টুরেন্টে ঢুকতেই দৃশ্যটা চোখে পড়লো,

 "বিরানী খেতে রেস্টুরেন্টে ঢুকতেই দৃশ্যটা চোখে পড়লো,

এক বাবা এসেছেন তার ছেলেকে নিয়ে চাঁদপুর পুরাণবাজার হাফেজিয়া মাদ্রাসায় পড়ুয়া, বিরানী খাওয়ানোর জন্য,বাবা নিজে না খেয়ে শুধু ছেলের জন্য একটাই অর্ডার করলেন।


পাশে বসে পরম মমতায় বুকের ধনকে খাওয়াচ্ছেন তিনি, মনে তার অনেক স্বপ্ন, ছেলে একদিন জগত বিখ্যাত আলেম হবে, খাঁটি সোনা হয়ে ফিরবে তার মা জননীর কোলে।

আমিও সেই প্রত্যাশাই করি, আল্লাহ কবুল করুন।

Reactions

Post a Comment

0 Comments